Select Page

About Us

১৯৬০ সালে হাজী ছেলামত উল্যাহ (ব্যাপারী) নিজের মেধা প্রজ্ঞা জ্ঞান দিয়ে বসুরহাট বাজারে ব্যবসা শুরু করেন। প্রাকৃতিক দুর্যোগ, বার বার আগুনের আঘাতে ব্যবসা হোঁচট খেলেও দমে যাননি। তাঁর দুই ছেলে আবুল বাসার ও হাজী আবদুর রাজ্জাক কে সাথে নিয়ে (পরিবহন) গাড়ি ব্যবসা, পাইকারি মালের ব্যবসা গড়ে তুলে বেশ সুনামের সাথে পুরো কোম্পানীগঞ্জ থানায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই জনপ্রিয়তার কারণে মাল্টি ন্যাশনাল কোম্পানী ১৯৭৫ সালে বাংলাদেশ টোব্যাকো কোম্পানী (বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ) ফেনীর একাংশ ও কোম্পানীগঞ্জ থানার একমাত্র পরিবেশক নিয়োগ করার আগ্রহ প্রকাশ করলে হাজী ছেলামত উল্যাহ (ব্যাপারী) তা সাদরে গ্রহণ করেন। মূলত হাজী এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের যাত্রা শুরু সেখান থেকেই। পরবর্তীতে ব্যবসার প্রসারে ১৯৮১ সালে হাজী আবদুর রাজ্জাক লিভার ব্রাদার্স বাংলাদেশ লিঃ বর্তমানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিবেশক হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেন। হাজী ছেলামত উল্যাহ (ব্যাপারী), আবুল বাসার, হাজী আবদুর রাজ্জাক এর মৃত্যু পরবর্তী ওয়ারিশগণ ব্যবসা দেখা শোনার দায়িত্ব পেলেও সর্বশেষ দায়িত্ব এসে পড়ে তাজউদ্দিন শাহীনের উপর।

Who we are

Tajuddin Shaheen

Tajuddin Shaheen

CEO

Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

Our Partners

Unilever

Coca-Cola

Bashundhora

Square